মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪

শারদীয় দুর্গা পূজায় ১০ দলীয় জোটের শুভেচ্ছা

  • এস এম খায়রুজ্জামান
  • ২০২৩-১০-২১ ২২:০৪:৪৮

সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টি ও ১০ দলীয় গণতান্ত্রিক জোট বাংলাদেশ-এর চেয়ারম্যান এস এম আশিক বিল্লাহ এবং গণতান্ত্রিক জোট বাংলাদেশ-এর কো-চেয়ারম্যান ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) সভাপতি স্বপন কুমার সাহা। শনিবার ( ২১ অক্টোবর) এক যুক্ত বিবৃতিতে দেশের সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে তারা বলেন,  শারদীয় দুর্গা পূজায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। ধনী, গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করতে পারে এবং কোনো বৈষম্য যেন এই উৎসব পালনে স্থান করতে না পারে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন এই দুই জোটের নেতারা।
তারা যুক্ত বিবৃতিতে আরও বলেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির স্বপক্ষে। তাই দেশবাসীকে ‘ধর্ম যার যার উৎসব সবার ’ এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যেতে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বিদ্যমান। এখানে সকল ধর্মের মানুষ কোনো প্রকার দ্বি-দ্বন্দ্ব ছাড়াই তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে যুগ যুগ ধরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেন না। সকলকে সমানে চোখে দেখেন।
 

 


এ জাতীয় আরো খবর