একাকী ভাবনায় একাকী আমি,
নই স্থির, নই দ্রুতগামী।
পায়ে পায়ে চলি পথ,
নন্দিত মনরথ,
কুড়াই কাব্য কুসুম,
নিসর্গের বেলা ভূম-
দিবস যামী।
দেখা অদেখায় অনন্ত সুখ,
ডুবে মরি অতলে নৈঃশব্দ্য বলয়ে
অপার শব্দভূক।
প্রকৃতির প্রান্তর জুড়ে-
ভরে আছে সীমাহীন অরূপ সুন্দরে,
তারই রূপ-রস-গন্ধ কথায় মুড়ে
কল্পনায় ছবি আঁকি।
আকাশ আর মাটির গান
যে প্রেমে বেগবান
আমি তারে ধরে রাখি।
মানুষের কোলাহল,
আনন্দ বেদনায় করে যা টলমল
নিত্যদিনের বাসনায়।
কখনো হাসি কখনো কান্নার ঢল
নির্নিমেষ পান করি,
যেন চাতকের রূপ ধরি-
আমি এক বিরহী পাখি অবিকল।
পৃথিবীর প্রাণে প্রাণ,
বিশ্বলোকের গান
আমার মনে।
ক্ষণজন্মা নই আমি,
জন্মেছি যদিও প্রেমী-
পৃথিবীর কোনো এক কোণে।