মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫

ন ন্দি নী আ র জু

  • অস্ফুট আবর্তে
  • ২০২৩-১০-২০ ১৩:৩৮:৩১

অনাথ মুহূর্তের আবর্তে কেটে যায়
ক্ষুদ্রতার ঘোর, চোখের ভিতর অজস্র পথের বাঁক!
ঘনায় বরফ শীতল নিশ্চল অন্ধকার। 

তলহীন লহরি তুলে অস্ফুট রোদন চেপে ধরে স্বর!
মরুধুলো চোখে অন্ধ-মরীচিকার ভিতর...
হৃদয় গহীনে নোনা গন্ধ জগদ্দল পাথরের ভার।
  
দুঃখ বিভোর মুখে আঁকা কান্না আর জলরঙা কথার ক্ষত ----
দৃশ্যত সেইসব ...
যুথবদ্ধ অনাদ্রিত উদাসীনতা বৃন্তখসা পাতার মতো।

বারংবার পাশ ফিরে দেখা বিষণ্ন-ছায়া-সাজ আয়নায় , 
কত উপেক্ষা জমা? 
নির্বিকার অভিমানে ---
আকণ্ঠ নিমগ্ন এই অনির্বাণ জেগে থাকা ।

নির্মোহ অপেক্ষা নয়! 
স্মৃতির কন্দরে অলিক ভ্রম মুছে প্রহরের শেষ;
অস্ফুট কাল-ধ্বনির উচ্চারণ শুনবো বলে কান পেতে থাকা...।

বন্ধু আইডি: ৪৯০


এ জাতীয় আরো খবর