তোমাকে ভেবেই আমি
নিস্তব্ধ রাতের কাছে নতজানু হই
জানি এ পোড়া চোখে তন্দ্রা যদি নামে
স্বপ্নের সিঁড়ি বেয়ে নেমে তুমি আসবেই।
আমি তোমাকে ভেবেই
অশোকের আগুনে পুড়ে পুড়ে খাক হই
জানি এ বসন্তে আমার হৃদয় পোড়া গন্ধে
আকুল তুমি হবেই।
আমি তোমাকে ভেবে ভেবেই
এই অচেনা শহরে অলিগলি রাজপথ
ঘুরে ঘুরে অবসাদে বিপন্ন হই
আমি জানি এ তপ্ত মধ্যাহ্নে আমার তৃষ্ণার্ত বুকে
এক বিন্দু পিপাসার জল প্রণয় সুধা তুমি ঢালবেই।
আমি তোমাকে ভেবে ভেবেই
এই অসহিষ্ণু জীবন পার হয়ে যাই
পাড়ি দেই অনাদি অনন্তে।