সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

গি য়া স আ হ মে দ

  • আমাদের সুরতিসোনা...
  • ২০২৩-১০-১৯ ২৩:৪২:০৮

ড্রাইভার হঠাৎ গাড়ি থামিয়ে দিল। চোখে বিস্ময় ও প্রশ্ন নিয়ে তাকালাম। 
সে একগাল হাসি দিলো, ‘ছবি তুলবেন না?’
‘কী! কিসের ছবি?’
‘ফুলের ছবি। ওই দ্যাখেন, কেমুন ফুইট্টা আছে!’ তারপর সে উদাস চোখে দূরের পানে তাকাল। ঠিক নিসর্গপ্রেমীর চোখ। বলল, ‘আমি খাড়াই, আপনে ঝটপট ছবি তুইলা আসেন...।‘
তার দৃষ্টি অনুসরণ করে তাকালাম। সামনেই একটি গাছ। মাঝারি উচ্চতা। কিশোর কিশোর চেহারার গাছ। জোড়ায় জোড়ায় সাজানো গাঢ় সবুজ পাতা। খুব সুন্দর! কয়েকটি ডালে থোকা থোকা ফুল। সোনার রং।
মনে পড়ল— প্রতিদিন অফিসে যাওয়ার পথে, পুলিশ প্লাজা পেরিয়ে... বাঁহাতে বাড্ডার মোড়... তারপর রামপুরার দিকে বাঁক ফিরতেই রাস্তারে ওপারে... ডান দিকে চোখে পড়ে তাকে। 
কদিন আগে আমিই বলেছিলাম, গাড়ি থামাতে। রাস্তা পেরিয়ে গিয়ে ছবি তুলেছিলাম তার। সেই কথা ড্রাইভার সাহেবের মনে রয়েছে।
‘স্যার, এই ফুলের নাম কি?’
বললাম, ‘সুরতিসেনা’।
‘জে, হের সুরত ভালা।‘ ড্রাইভারের চোখে আবার নিসর্গপ্রেমীর সেই মুগ্ধ দৃষ্টি। তারপর সে জানালো, ‘আপনে তো খালি ডাইন দিকের গাছটা দ্যাখেন, এই ফুলের গাছ কিন্তু আরো কয়েকটা আছে, স্যার। আমি নিরিখ কইরা বাইর করছি।‘
হাতিরঝিলের প্ল্যান্টেশন প্ল্যানিংটা দারুণ— সব ঋতুতেই কোনো না কোনো ফুল ফোটে। কার্তিকের শিশির মেখে ফুটেছে সুরতিসেনা।
আমাদের একজন বন্ধু। শোভন, সুন্দর। ফুলের মতো সুন্দর মন তার। যার কাছে গেলে মুগ্ধ হই, শুদ্ধ হয়ে উঠি। আজ তাকে দিলাম এই বিরল ফুল।
"তুমি ফুল ভালোবাসো বলে
তোমাকে ফুলের বৃন্তে মাঙ্গলিক উৎসবের মতো লাগে বলে..."
ভালো থাকিস রে সুরতিসেনা, আমাদের সুরতিসোনা...


এ জাতীয় আরো খবর