বুধবার, জানুয়ারী ২২, ২০২৫

সা লে হা আ ক তা র

  • দোলে রক্তজবা চন্দ্রমল্লিকা
  • ২০২৩-১০-১৩ ২৩:০৮:৫৮

তোমার উঠোনে দোলে রক্তজবা চন্দ্রমল্লিকা
দোলে রঙ্গনবালা হলুদ গাঁদা
দেখে দেখে আমি যে দিশেহারা
তোমার ঐ দ্বীপবাড়ি ছুঁয়েছে আমার হৃদয়
ঝাঁকে ঝাঁকে ঐ বলাকা ওড়ে আকাশ সীমানায়।
দোলে রক্তজবা চন্দ্রমল্লিকা।
ধানের মাঠে বাতাস ছোটে
মাতাল নিলাম বুড়ি
চাঁদোয়া রাতে ঝিলের জলে জোছনা ঝিকিমিকি
প্রেম অভিসারে জড়িয়ে থাকে কপোত কপোতী নীড়ে
দোলে রক্তজবা চন্দ্রমল্লিকা।
 তোমার ঐ সাম্পান মন আকুল পাগল পারা
বিরহ ব্যথায় জড়িয়ে রাখে হৃদয় ভূবন হারা
দোলে রক্তজবা চন্দ্রমল্লিকা।
তোমার ঐ দ্বীপবাড়ি ছুঁয়েছে আমার হৃদয়
ঝাঁকে ঝাঁকে ঐ বলাকা ওড়ে আকাশ সীমানায়
দোলে রক্তজবা চন্দ্রমল্লিকা।


এ জাতীয় আরো খবর