কেউ কী জানে !
সকল মানে,
কোন গুণে নাউ উজান টানে।
কোন সে বাঁশি,
অবিনাশি-
সুরের আওয়াজ তোলে গানে।
দখিন হাওয়া,
গজল গাওয়া-
কোন বিরহের দুয়ার খোলে।
কোন মোহনায়
ঢেউ ছলনায়
মিলন মধুর পথটি ভোলে।
কোন বালিকা
নিহারিকা,
তারার ফুলে আপনি দোলে।
কোন সে হাসি
রঙ বিলাসী-
হয় যে সাদা মেঘের কোলে।
গুনগুনাগুন
কোন সে ফাগুন
আগুন জ্বালায় গভীর জলে।
কোন সে মানুষ,
উড়ায় ফানুস
সু-কৌশলে ছলেবলে।
প্রশ্ন শত,
অবিরত
থাকে মাথায় কোন সে গুণীর!
দুধকলা, ফুল,
অর্ঘ্য- অতুল,
পূজা পার্বণ কোন সে মুনির!