চলচ্চিত্র পরিচালক রহিম নওয়াজ এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। প্রয়াত এই গুণী চলচ্চিত্র পরিচালক এর প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।
রহিম নওয়াজ ১৯৩৮ সালের ২২ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জন্মগ্রহণ করেন। কলকাতায় থাকাকালীন সময়ে তাঁর সহপাঠী ও বন্ধু ছিলেন চলচ্চিত্রকার জহির রায়হান।
জহির রায়হানের হাত ধরেই চলচ্চিত্রে আসেন রহিম নওয়াজ। ১৯৬৪ সালে ‘সঙ্গম’ ছবির সহকারী পরিচালক ও স্থির চিত্রগ্রাহক হিসেবে কাজ শুরু করেন। পরে জহির রায়হানের ‘লিটল সিনে সার্কেল’-এর হয়ে বেশ কিছু ছবিতে সহপরিচালক হিসেবে কাজ করেছেন। যৌথভাবে তখন নির্মাণ করেন ‘দুই ভাই’ ও ‘সংসার’ চলচ্চিত্র দুটি।
রহিম নওয়াজ এককভাবে প্রথম পরিচালনা করেন 'সুয়োরানী দুয়োরানী', এই ছবিটি মুক্তিপায় ১৯৬৮ সালে। তিনি আরো পরিচালনা করেন- ১৯৬৯ সালে 'মনের মত বউ', ১৯৭০ সালে 'যোগ বিয়োগ', ১৯৭৫ সালে 'আপনজন', ১৯৭৭ সালে 'রাতের কলি', ও ১৯৮৫ সালে 'অসাধারণ' চলচ্চিত্রগুলো। এরপর তিনি দীর্ঘদিন চলচ্চিত্র পরিচালনা থেকে দূরে ছিলেন।
ব্যক্তিজীবনে রহিম নওয়াজ এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন।
রহিম নওয়াজ অল্পসংখ্যক চলচ্চিত্র পরিচালানা করলেও, একজন ভালো মানের চিত্রপরিচালক হিসেবে নিজেকে উপস্থাপন করতে পেরেছেন অনায়াসে। একজন প্রতিভাবান মেধাবী মানুষ হিসেবেও অনেক ভালো ভালো চলচ্চিত্রের সাথে জড়িত ছিলেন তিনি।
চলচ্চিত্র অঙ্গনে একজন নম্র-ভদ্র ভালো মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন রহিম নওয়াজ। তিনি তাঁর কর্মগুণে স্মরণীয় হয়ে থাকবেন বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে।
(ছবি- এ কে আজাদ)