মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫

সা লে হা আ ক তা র

  • শ্রাবণের লুকোচুরি বেলা
  • ২০২৩-০৯-১৬ ১০:০০:০৯

মেঘাচ্ছন্ন রং ধরা বিকেল 
হলুদ গাঁদা
ক্লান্ত বকেরা পালক ছড়ায় 
আলো ছায়ায়
মেঘেরা ওম গুঁজে -- বৃষ্টি ঝরায়
নিরবে আকাশ হাসে একা
হায়রে শ্রাবণের লুকোচুরি বেলা।
 

 


এ জাতীয় আরো খবর