মেঘাচ্ছন্ন রং ধরা বিকেল হলুদ গাঁদা ক্লান্ত বকেরা পালক ছড়ায় আলো ছায়ায় মেঘেরা ওম গুঁজে -- বৃষ্টি ঝরায় নিরবে আকাশ হাসে একা হায়রে শ্রাবণের লুকোচুরি বেলা।