মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫

খা ন আ খ তা র হো সে ন

  • তাণ্ডবে জীবন
  • ২০২৩-০৯-১৫ ১৯:৫২:৫৭

স্বপ্নের মন্দির ভেঙে গেছে দমকা হাওয়ার তাণ্ডবে
অতি সাধের নীল প্রজাপতি উড়ুক্কু দোলায় বিভ্রান্ত
নিঃশব্দে কাঁদছে হৃদয় গহ্বরের একঝাঁক তন্ত্রীমন্ত্রী
হতাশার এক মহা সমুদ্রের দিকে অসহায়ত্ব যেনো।

ভাবছো-
সুখের রাজ্যের মহারাণীর দায়িত্ব নেবে তুমি?
সুখ কি এতটাই সস্তা?

সুখের অন্বেষণের চক্রদোলায় ঘুরছে সব অতৃপ্তরা
মহাসতি অনুসায়াও পারেনি ভোলাকে ধরে রাখতে
চাঁদ সূর্য সাগর জল প্রকৃতিজুড়ে আছন্ন যেন আশা
উজ্জ্বলতর সুখ স্নানে উজ্জীবিত তৃষিত মানষিকতা
সেখানেতো প্রবেশাধিকার সংরক্ষিত অনন্তকালের।

অতি সুখের আবহ সুর আবিষ্ট করবে যুগে যুগে
কিন্তু-
ছোঁয়া যাবেনা তাকে কিছুতেই, কোনকালেও।

 


এ জাতীয় আরো খবর