সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

শা হী ন আ খ তা র হা মি দ

  • অন্যরকম জন্মদিন
  • ২০২৩-০৯-১৫ ১৯:৪১:০২

ওয়াটার লুতে ট্রেন থেকে নামার পরে ফারুকের প্রশ্ন কোথায় যাবে বল।  নদী পার হয়ে ওপারে গিয়ে  এম্বাঙ্কমেন্ট ধরে হেঁটে যতদূর যাওয়া যায়, তাই যাব। ব্রিজের নীচ দিয়ে হেটে ঢুকে গেলাম হোয়াইট হল  গার্ডেনে। ছোট এ বাগানটা ফুলে গাছে একাকার। কিছুক্ষণ বসলাম।  তারপর হেঁটে চললাম নদীর পার ধরে, স্কটল্যান্ড ইয়ার্ড পার হয়ে চলে গেলাম পার্লামেন্ট হাউজের কাছে। একটি ফ্যাসনী রিক্সায় উঠে কিছুক্ষণ ঘুরলাম। ডাউনিং স্ট্রীট যা সব সময় দর্শনার্থীর জন্য খোলা থাকতো আজ গেট বন্ধ রেখে চলছে পুলিশ  প্রহরা। এরপর গল্প করতে করতে হেটে পৌঁছে গেলাম ট্রাফাল্গার স্কয়ারে। কিছুক্ষণ বসলাম।
হে মার্কেট ধরে হেটে চলে গেলাম  লেস্টার স্কয়ার। ভাবলাম সিনেমা দেখব, মন চাইল না, তারচেয়ে ভাল হল, একটি টার্কিশ খাবারের দোকানে ঢুকে ঝাল ঝাল মাংস রুটি খেয়ে বেরিয়ে আসলাম। এরপর এগলি সেগলি করে পৌঁছে গেলাম চায়না টাউনে।  দেখা মিলল ফালুন গং বা ডাফা গঙয়ের সাথে। এরা মেডিটেশন গ্রুপ। তাদের অভিযোগ সারা বিশ্বের মানুষ অরগ্যান ট্রান্সপ্লান্টের  জন্য চায়না থেকে অনেক টাকা খরচ করে অরগ্যান কিনে। কিন্তু তারা জানেনা, চায়নিজ রা নিজের মানুষ সহ তৃতীয় বিশ্বের বহু মানুষকে খুন করে শুধুমাত্র অরগ্যান বিক্রি করার জন্য। ওদের নোটবুকে সই করে চলে গেলাম চায়না টাঊনের গেট পার হয়ে ভিতরে। তারপর পিকাডেলি সার্কাস থেকে ওয়াটার লু হয়ে ঘরে ফিরে আসা।
একটি অন্যরকম জন্মদিন পালন করা হল।


এ জাতীয় আরো খবর