আমি ঝুলে আছি সুতোয়!
আমি উড়ে উড়ে আমার হাত দেখি, চোখ দেখি, চিবুকের ধার দেখি আকাশে টাঙানো আমাকে দেখি আর অবাক হই- এতো উচ্চতায়ও আমার পা মৃত্যুকে ছুয়ে আছে !
আমাকে যে উড়ায় চিরকাল তারে আমি হিংসে করি।