কলকাতাতেও অভিনয়ে দারুণ দক্ষতার পরিচয় দিচ্ছেন বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ইতোমধ্যে পশ্চিমবঙ্গে অভিনয় করে প্রথম সিনেমাতেই দর্শকের মন জয় করে নিয়েছিল মিথিলা। এবার পালা দ্বিতীয় সিনেমার। নির্মাতা দুলাল দের ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ শিরোনামের নতুন সিনেমায় যুক্ত হলেন এই অভিনেত্রী। সিনেমায় নার্সের চরিত্রে দেখা মিথিলাকে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এরআগে ‘মায়া’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয় মিথিলার। সেই সিনেমায় মিথিলার জ্যোতিষী চরিত্রে মজেছিলেন কলকাতার দর্শক। এবার নার্স হয়ে তাদের মাতাবেন এই অভিনেত্রী। এই চরিত্রে মিথিলাকে নেওয়ার কারণ হিসেবে পরিচালক জানান, মিথিলা ছাড়া আর কারও মধ্যে তিনি এই চরিত্র খুঁজে পাননি। তাই অন্য কোনো অভিনেত্রীকে অভিনয়ের প্রস্তাবও দেননি।
তিনি আরও জানান, প্রায় দেড় বছর আগে চরিত্রটি নিয়ে অভিনেত্রীর সঙ্গে কথা বলেন তিনি।
কলকাতা ছাড়া ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ সিনেমাটির শুটিং হবে বারুইপুর, বানতলা ও কৃষ্ণনগরে।