ঢাকাসহ সারাদেশে মুক্তি পেয়েছে সুজন মাঝি সিনেমা। পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই সিনেমায় জুটি হয়েছেন ফেরদৌস ও নিপুণ। ছবিটি নিয়ে নায়ক ফেরদৌস গণমাধ্যমকে বলেন, 'সুজন মাঝি একটি ফোক সিনেমা। গ্রামীণ আবহে নির্মিত এই সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে গ্রামীণ সৌন্দর্য। তিনি বলেন, দেলোয়ার জাহান ঝন্টু ভাই একজন সুনির্মাতা। অসংখ্য দর্শকনন্দিত সিনেমা তিনি উপহার দিয়েছেন। আশা করি দর্শকদের ভালো লাগবে।
নায়িকা নিপুণ বলেন, এই গল্প নৌকার কথা বলবে, বলবে গ্রামের কথা। আমার, আপনার জীবনের কথা বলবে। নতুন প্রজন্ম এই সিনেমা দেখে জানতে পারবে আমাদের দেশটা কেমন। তাই পেক্ষাগৃহে পরিবার নিয়ে সিনেমাটি উপভোগ করুন।
উল্লেখ্য, দেলোয়ার জাহান ঝন্টুর ৮১তম সিনেমা 'সুজন মাঝি'। এতে ফেরদৌস-নিপুণ ছাড়া আরও অভিনয় করেছেন রাতুল, তিথি, গাঙ্গুয়া প্রমুখ।