রাতের আঁধারে নিশি রজনীতে
বাগানে ফুল গুলো ফুটেছে,
চুপিসারে এসে দিনের আলোতে
জমানো মধু ভোমর লুটেছে।
শিশির ভেজা ফুলের পাপড়ি
মন মাতানো সুভাষ ছড়ায়,
এক রজনী জীবন যে তাহার
তবুও ধন্য ফুল এ ধরায়।
ফুল যে ভালোবাসার প্রতীক
প্রকৃতির সৌন্দর্যের সেরা,
ফুলের গন্ধে যেন মন আনন্দে
সৃষ্টির উল্লাসে বিশ্ব ঘেরা।
ফুল যে মানায় নারীর খোঁপায়
মানায় নর-নারীর হাতে,
ফুলের সৌন্দর্য বিলিয়ে দিতে
কলি ফুটে প্রতি রজনীতে।