ছাপ্পান্ন হাজার নয়শত সাতাত্তর
বর্গমাইলের এদেশে
নিভে যাওয়া এক প্রদীপের যে আলো
সবখানে জ্বলছে আজও জ্বল জ্বল !
বাঙালীর অন্তরে ফোটা রক্তকমল।
শাসন শোসনের সুতীব্র প্রতিবাদ
স্বাধীনতা পিপাসায় বুকফাটা আর্তনাদ
মহাকালের মহাকাব্য রচনায়
নিমগ্ন সেদিনের সেই কবির তর্জনিতে
দেখ লেখা রয়েছে বাংলাদেশ !
কৃষকের মাঠে সোনালী ফসলের ক্ষেতে,
নগরে বন্দরে, মক্তবে, মসজিদে, মন্দীরে গীর্জায়
বাঙালীর অন্তরে বাহিরে স্মৃতির দূত হয়ে
লাল সবুজে আমি আজও খুঁজে পাই
তাঁর আবেশ।
কে বলেছে মুজিব নাই,
আমার সোনার এ বাংলায় !
তিনি আছেন, যেমন ছিলেন ১৯৫২ সালে
, ঊনসত্তরে, একাত্তরে
তেমনি আছেন কোটি কোটি বাঙালীর অন্তরে।
সারা বিশ্বের বুকে একখন্ড স্বদেশী মানচিত্রে
মাথা না নোয়াবার ইতিহাস হয়ে।
পদ্মা , মেঘনা, যমুনার বুকে,
সাদা গাঙচিল যেমন স্নিগ্ধ ডানায় ওড়ে,
আমাদের বঙ্গবন্ধু আজও ফিরে ফিরে আসেন
বুকের তাজা রক্তে সিক্ত শিশির ভেজা ভোরে,
বাঙালীর ঘরে ঘরে হয়ে জাগরনিয়া গান।
হয়ে মুক্তির আহব্বান, এখানে ওখানে
সবখানে সর্বত্র বহমান প্রিয় পিতা
শেখ মুজিবুর রহমান!