বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

না সি মা ফে র দৌ স

  • ঝরা পালক
  • ২০২৩-০৮-২০ ১১:৩৯:০৮

ইদানীং জীবনকে বড় বেশী সংক্ষিপ্ত আর অর্থহীন মনে হয়-
এই যে সফেদ বিছানা,
পার্শিয়ান কম্বলের আরামদায়ক উষ্ণতা,
বেঁচে থাকা এবং ভালো থাকার সমস্ত আয়োজন...
সব তুচ্ছ করে,জীবনের যাবতীয় ব্যস্ততাকে তুড়ি মেরে,অবধারিত পথে যে অগস্ত্য যাত্রা...
এ বিধান থেকে মুক্তি নেই কারুরই।

ইদানীং মৃত্যুর কথা বড় বেশী মনে পড়ে যায়...।
নিকষকালো অন্ধকারে জীবনের ওপারে যে জীবন-কেমন তার রূপরেখা?
কিছুই হয়নি জানা...।

প্রিয় মানুষগুলো একে একে দীর্ঘ করছে প্রয়াতদের তালিকা;
এই তো সেদিনও আলিঙ্গন করেছিলাম যাকে নিবিড় উষ্ণতায়;
সব ভালোবাসাকে তুচ্ছ করে সেও আজ
চলে গেছে স্পর্শহীনতার দূরত্বে।
দেরাজে এখনো ঝুলছে তার নিপাট শাড়ী,
সাজঘরে আধা ফুরিয়ে যাওয়া কাজল আর লিপস্টিক পড়ে আছে নিতান্ত অনাদারে।
আত্মার চেয়েও প্রিয় যে আত্মজ-
তার পথ চেয়ে বসে থাকা সেই স্নেহার্দ্র চোখ
আর চঞ্চল হয়ে ওঠে না উৎকন্ঠিত প্রতীক্ষায়।

তবুও জানি জীবন চলবে জীবনের নিয়মে,
কিছুই থেমে থাকবে না কারো জন্য;
এই শূন্যতার সাথে বসবাস করা একদিন পরিণত হবে দৈনন্দিন অভ্যস্ততায়;
তবুও কোন এক নিশুতি রাতে...
একরাশ হাহাকার বুকে নিয়ে
দুঃস্বপ্ন দেখে হঠাৎ ভেঙে যাওয়া ঘুম জড়ানো চোখে মনে পড়ে যাবে..
একদিন সেও ছিলো আমাদের মাঝে;
উড়ে যাওয়ার পাখীর ঝরে পড়া পালকের মতো রেখে গেছে স্মৃতিচিহ্ন যতো...।
 


এ জাতীয় আরো খবর