বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

সু মা ই য়া সা দি য়া

  • ধর্ষণ
  • ২০২৩-০৮-১৯ ২২:৪৯:০৯

ধর্ষণে আজ অন্ধকার গোটা দেশ,
কোথাও নেই লজ্জার একটুমাত্র লেশ।
নারীদের মর্যাদার নেই কোনো রেশ,
যেন তারা দেশে, পালিত মেষ।

কুলাঙ্গারদের চোখে তারা একটিমাত্র কেশ,
নারী দেখে বলে তারা, "আহ! সেই, বেশ।
সমাজে ধর্ষিতাদের লজ্জার নেই কোনো শেষ,
নষ্টামীতে ভরে গেছে সব, নেই কোনো ড্যাঁশ।


এ জাতীয় আরো খবর