করোনাভাইরাসের প্রকোপ বিশ্বব্যাপী অনেকটা কমে এলেও সম্প্রতি প্রাণঘাতী এই ভাইরাসটির আরও একটি নতুন ও উচ্চ সংক্রমণশীল ধরন শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ধরনটির নাম দেয়া হয়েছে বিএ.২.৮৬।
যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও ইসরাইলের পর নতুন এই ধরনটিতে আক্রান্ত রোগী পাওয়া গেছে যুক্তরাজ্যে। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে বলে জানায় আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম।
চিকিৎসকরা বলছেন, যুক্তরাজ্যে করোনার উচ্চ সংক্রমণশীল নতুন ধরন বিএ.২.৮৬ শনাক্ত হওয়ার বিষয়ে আমরা অবগত। ইউকেএইচএস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আরও তথ্য সংগ্রহ করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এ ধরনটি এখনও পরিবর্তিত হয়ে চলেছে, বিষয়টি পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা।
মহামারির শুরুর দিকে করোনার যেসব ধরনের আধিপত্য ছিল, সেগুলোর সঙ্গে নতুন ধরনটির সাদৃশ্য রয়েছে বলেও জানান গবেষকরা। নতুন বিএ.২.৮৬ ভাইরাসটি বর্তমান আধিপত্যশীল ধরনকে সরিয়ে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারে সক্ষম কিনা সেটিই এখনকার গবেষণার প্রধান বিষয়।