বাংলা চলচ্চিত্রের এ্যাকশন কিং কিংবদন্তি চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা স্বনামধন্য প্রযোজক প্রিয় নায়ক জসিম (আবুল খায়ের) ভাই।আপনার সম্পর্কে কোথা থেকে শুরু করবো জানিনা।চলচ্চিত্রের ভয়ংকর ভিলেন থেকে নায়ক হয়ে আপনি যে দুঃসাহসী পরিচয় দিয়েছেন সেটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত।
এবং এই সাহসী কাজে আপনি ১০০% সফলও হয়েছেন বাংলা সিনেমা প্রেমী দর্শকের হৃদয়ে শক্ত একটি আসন তৌরী করে নিয়েছেন নিজের স্ব' যৌগ্যতা বলে নিজেকে নিয়ে গিয়েছেন এক অনন্য উচ্চতায় দর্শক প্রিয়তা ও খ্যাতির শীর্ষে।বাংলা চলচ্চিত্র জগৎ আপনার কাছে চীরঋনী ও চীরকৃতজ্ঞ।
আপনার সাথে অসংখ্য চলচ্চিত্রে অভিনয়ের স্মৃতিময় এতো অভিজ্ঞতা যা বলে কিংবা লিখে শেষ করবার মতো নয়।অসংখ্য চলচ্চিত্রে আমরা জুটি হিসেবে অভিনয় করেছি বিশেষ করে দেশের বাহিরে আমেরিকা,লন্ডন,ও নেপালে শুটিংয়ের চমৎকার অভিজ্ঞতার মধুময় স্মৃতি আজো অকপটে মনে পড়ে।আমি এবং জসিম ভাই অভিনীত অসংখ্য চলচ্চিত্র দর্শকনন্দিত হয়েছে সুপার বাম্পারহিট হয়ে আজও বাংলা সিনেমাপ্রেমী দর্শকের হৃদয়ে গেঁথে আছে।জসিম ভাই জীবদ্দশায় সব সময় একটি ব্যাপারে খুব আফসোস করতেন এবং তার ভিতের দুঃখ, ক্ষোভ ছিলো অনেক। দেখা হলেই শুধু বলতেন ম্যাডাম আমি কি ভালো অভিনয় করিনা? বলেন তো এতো চলচ্চিত্রে অভিনয় করলাম একটা জাতীয় পুরস্কারও রাষ্ট্রিয় স্বীকৃতি ভাগ্য জুটলোনা। একদিন কেঁদেই দিয়েছিলেন।
আমি বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেছিলাম। বলেছিলাম, আপনি যে দর্শকের ভালোবাসা পেয়েছেন এটাই একটা শিল্পী জীবনের সবচাইতে বড় প্রাপ্তি, সবচাইতে বড় পুরস্কার।
এই কষ্টটাই জসিম ভাই এর মনে অনেক বেশি যন্ত্রনা দিতো প্রতিনিয়ত।
আপনার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি,আপনি বেঁচে থাকবেন আপনার অমর কাজের মাধ্যমে বাংলা চলচ্চিত্রের আকাশে উজ্বল সূর্যের ন্যায়।
আমি এবং জসিম ভাই অভিনীত দর্শকনন্দিত কালজয়ী উল্লেখযোগ্য চলচ্চিত্র গুলো হলো-
১।দরদী শত্রু
২। অভিযান
৩। ভাইজান
৪। মরুর বুকে
৫। দেশ বিদেশ
৬। নেপালি মেয়ে
৭। হুুশিয়ার
৮। উচিৎ শিক্ষা
৯। সংঘাত
১০। আদম বেপারী
১১। রাজ মুকুট
১২। আলাদীন আলীবাবা সিন্দাবাদ
১৩। বৌ কথা কও
১৪। বিস্ফরোন
১৫। প্রতিশোধ
১৬। অগ্নিপুরুষ
১৭। হিরো
১৮। মহান
১৯। হিম্মতওয়ালী
২০। ইন্সপেক্টর
২১। যাদুনগর
২২। জুলুমের দুশমন