শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

মহেশখালীতে রাজনৈতিক তর্কের জেরে ছাত্রলীগ নেতার লাঠির আঘাতে বিএনপি কর্মী নিহত,আটক ১

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-০৪-১৪ ১৫:৫০:০৫

মহেশখালী কক্সবাজার ১৪ এপ্রিল ২০২৫
দ্বীপ উপজেলা মহেশখালীর ক্রাইমজোন হিসেবে পরিচিত কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় ১৪ এপ্রিল সকালে রাজনৈতিক তর্কের  জেরে দিনেদুপুরে  ছাত্রলীগ নেতা অমীতের লাঠির আঘাতে বিএনপি'র  কর্মী স্থানীয় রশিদ (৫০) কে খুন করার অভিযোগ উঠেছে। 
নিহত রশিদ কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার লাল মিয়ার পুত্র। 
স্থানীয় জনতা খুনের ঘটনার সাথে জড়িত সন্দেহে কামরুল নামে একজনকে আটক 
করে পুলিশের হাতে সোপর্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায় - নিহত রশিদের নিজ বাড়ির সামনে দাঁড়িয়েছিল। এ সময় একই এলাকার নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার অমীতের সাথে রশিদের দলীয় বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজনৈতিক তর্ক,বির্তক,
সমালোচনা চরম বিরোধে পরিণত হলে রশিদ'কে লাঠির আঘাত করেন নিষিদ্ধ  ছাত্রলীগ কর্মী অমিত।
এতে তিনি মাটিতে লুটে পড়ে এসময় স্থানীয়রা আহত অবস্থায় রশিদকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ  করেন।
নিহত রশিদের ভাইপো জাহেদ জানান- তাঁর সঙ্গে কোনো পূর্ব বিরোধ ছিল না অমিতের তবে অভিযুক্ত অমীতের বিরুদ্ধে  সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে একাধিক অভিযোগ রয়েছে।
উক্ত বিষয় মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদ বলেন- প্রতিপক্ষের হামলায় এক ব্যাক্তি নিহত হয়েছে এমন খবর পাওয়া সাথে সাথে আমার নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থলে পৌঁছে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।


এ জাতীয় আরো খবর