শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে বিদেশে চাকুরী দেয়ার নামে প্রতারনা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া চক্রের মূলহোতা গ্রে

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৪-১৩ ০০:১১:৫০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিদেশে চাকুরী দেয়ার নামে  সাধারণ মানুষের সাথে প্রতারনা  করে লক্ষ লক্ষ টাকা  আত্মসাৎকারী একটি চক্রের মূলহোতা সিরাজুল ইসলাম(৫৪) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই মাস্টারপাড়া মহল্লার মৃত ফজলুর রহমানের ছেলে। গত শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে (১২ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ শহর প্রান্তের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর (মহানন্দা সেতু) টোলপ্লাজা  এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শনিবার(১২ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের  পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞসাবাদে  গ্রেপ্তার ব্যাক্তি স্বীকার করেছেন যে, দীর্ঘদিন যাবৎ তিনি তাঁর প্রতারণা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল মানুষকে বিদেশে নিয়ে ভাল বেতনের চাকুরী  প্রদানের প্রতিশ্রæতি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প  অধিনায়ক স্কোয়াড্রন লীডার  মো: মারুফ হোসেন খান বলেন, ওই চক্রের ব্যাপারে তিনজন ভূক্তভোগী র‌্যাবের নিকট সুনির্দিষ্ট অভিযোগ করেন। ওই চক্রটি ওই তিনজন ছাড়াও বহু মানুষের নিকট থেকে একই উপায়ে অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলার পর সিরাজুল ইসলামকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তে প্রকৃত ভূক্তভোগীর সংখ্যা এবং হাতিয়ে নেয়া অর্থের পরিমান বেরিয়ে আসবে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান র‌্যাব অধিনায়ক। 


এ জাতীয় আরো খবর