চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের দুই পৃথক অভিযানে ব্যাংক চেক ডিসঅনার মামলায় দেড় মাসের(৪৫ দিন) কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী শামীম রেজা(৪০) এবং মাদক মামলায় দুই বছর কারাদন্ডপ্রাপ্ত পলতক আসামী সাগর আলী(২৯) গ্রেপ্তার হয়েছেন।
র্যাব জানায়,গত বুধবার(( ৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জের লালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে শামীম এবং গত বৃহস্পতিবার (১০এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে শিবগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেপ্তার করা হয়। শামীম শিবগঞ্জের নিচুধুমী গ্রামের সাহাব উদ্দিনের ছেলে এবং সাগর শিবগঞ্জের শ্যামপুর এলাকার সাদিকুল ইসলামের ছেলে।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অভিযান দুটি নিশ্চিত করে বলা হয়, গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।