বুধবার, জানুয়ারী ২২, ২০২৫

ফে র দৌ স খা ন ম

  • ত্যাগ ঃ
  • ২০২৩-০৮-০৭ ০১:৩৮:৩৪

সময় এবং পরিস্হিতি ,
দুটোই…..বিপক্ষে,
ঘূর্নিঝড়ের কবলে,
পথ হারা পথিক,
এলো-মেলো পথ,
সময়ের কাছে অপরিচিত ,
চেনা মুখ অচেনা………!!

কাছের মানুষ দূরে,
পর হয় নিকটে,
হিসাবের খাতা বেসামাল,
অচেনা পথ ,
অজানা গন্তব্য,
পরাজিত মন,
ঠকে যায় বার বার !!

শূন্য হৃদয় হাহাকার,
যন্ত্রনায় পুঁড়ে ছাই,
তবুও নীরবতা,
প্রাপ্তিতে সুখ নেই,
নিজেকে করেছি উৎসর্গ,
বিধাতারই সৃষ্টি,
পরের তরে সুখের সন্ধান,
তবে তাই হোক !!!

বন্ধু আইডি-৪৭৫


এ জাতীয় আরো খবর