সোমবার, এপ্রিল ২১, ২০২৫

অ র বি ন্দ মা জী

  • বৃষ্টির দেখা নাই
  • ২০২৩-০৮-০৭ ০০:৪০:০৩

আষাঢ় ও শ্রাবণ নাকি বর্ষাকাল, 
তবে কেনো এতো বৃষ্টির আকাল। 
মেঘের গর্জন নাই , তর্জনও নাই, 
নাই বিদ্যুতের সেই ঝলকানি ভাই। 

অসহ্য ভ্যপসা গরমে মরছি সবাই, 
তবুও ছিটেফোঁটা বৃষ্টির দেখা নাই। 
চাষবাস হয়তো লাটে উঠবে এবার,
কোথা থেকে আসবে খাবার দাবার। 

বাজারে খাদ্যদ্রব্যের মূল্য বাড়বে, 
অনেকে পরিযায়ী হয়ে ঘর ছাড়বে। 
ভিনরাজ্যে পাড়ি জমাবে অনেকেই, 
পেটের জ্বালায় কাজের আশাতেই। 

বৌবাচ্চা বাড়িতে রেখে যাবে তারা, 
টাকা পাঠাবে গুগল পে এর দ্বারা। 
বৃষ্টির আকালে এই ভাবেই চলবে, 
সরকার তখন বড় বড় কথা বলবে।


এ জাতীয় আরো খবর