মেঘের আড়ম্বর বৃষ্টি ভেজা শহরের প্রান্তে...
মাটির সোঁদা ঘ্রাণ নেই,
এখানে জমাট নিষ্প্রাণ পাথুরে দাহ।
মুঠো মুঠো তাপাঙ্ক, গলে গলে বন্ধ বিষাদ জানালা,
আগন্তুক ভেজা হওয়া মেলে দেয় সিক্তপাখা...
শার্সিতে জল-ভাঙা মিহিতান।
চয়নিকার গল্প বুকে ফেরারি সেই,--
জীর্ণতায় মাখা আদুরে আষাঢ়-নামচা।
শহরের কানাগলিতে অবাধ্য কালো জল,
ক্ষুদ্র ঘূর্ণন বুদবুদ রাশি
অথচ অচল তুমুল তোড়---
জঞ্জালের অন্তঃবাস মিছিলের ব্যারিকেড!
তবুও শুষে নেয় প্রকৃতির উজাড় করা সব-অসুখ।
বুভুক্ষু-তৃষা, শহুরে ক্ষীয়মান বৃক্ষদের মতো
আমিও ধারণ করি বৃষ্টি অন্ধ চোখে...।
বন্ধু আইডি: ৪৯০