সোমবার, এপ্রিল ২১, ২০২৫

র ফি কু ল ই স লা ম

  • এসো বিরহী বর্ষা
  • ২০২৩-০৮-০৭ ০০:২৫:১২

এসো বিরহী বর্ষা কেন বিচ্ছেদ আনো মনে 
অঝরে ঝরে ঝরে ভিজিয়ে দাও —
আমার একাকী বারান্দা যা রেখেছি যতনে,
আনো অমৃতসুধা চোখভরা অভিমানে। 
বর্ষার জোয়ারে যারে মনে পড়ে বারেবারে 
ওগো শ্রাবণের মেঘ প্রণয়পত্র নিয়ে এসো 
আমার উন্মুখ-অধীর নিঃসঙ্গ দ্বারে। 
ঝুলন বাঁধা হলো না আর কদমের ডালে
মনের ময়ূর চলে গেছে নাচবে না আর 
নতুন জলে বর্ষার উচ্ছ্বলে। 
এমনি বর্ষাকালে মৃগতৃষ্ণা নিয়ে-নূপুর খুলে
বধু আমার গেছে ফিরে, 
অপরাহ্নকালে এসো শ্রাবণ অভিসারে 
কাজরীর গানে ঝরে যাও শুষ্ক বৃক্ষ শীরে।

 


এ জাতীয় আরো খবর