চাঁপাইনবাবগঞ্জে পেছন থেকে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক ব্যবসায়ী নিহত
- জাকির হোসেন পিংকু
-
২০২৫-০২-১০ ২১:১৬:৩৪
- Print
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিভগঞ্জ উপজেলায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে পেছন থেকে পাথরবাহী ট্রাক চাপায় মোটরসাইকেল চালক মোশারফ হোসেন(৫০) নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের কয়লাবাড়ী এলাকার আয়েশ উদ্দিনের ছেলে। তিনি গরু,মাছ সহ বিভিন্ন ব্যবসায় জড়িত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,সোমবার(১০ ফেব্রæয়ারী) বিকাল সাড়ে ৩টার দিকে সোনামসজিদ বিজিবি ক্যাম্প এলাকায় ঘটানাটি ঘটে। ঘটনার পর পুলিশ স্থানীয়দেও সহায়তায় ট্রাকটি (ঢাকা মেট্রো ট-২২-৯২০৬) আটক করে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) মেহেদী হাসান বলেন, সোনামসজিদ জিরোপয়েন্ট থেকে একা মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন মোশারফ। বাড়ীর অদুওে বিবিজি ক্যাপস এলাকায় সড়কে বন্দর ছেড়ে আসা ট্রাকটি তাকে পেছন থেকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাথ্য কমপ্লেক্সে নেবার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নিয়ে যাবার পথে বিকাল ৫টার দিকে মোশারফ মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ কর্মকর্তা মেহেদী।