সোমবার, মার্চ ১৭, ২০২৫

কিশোরগঞ্জে স্যানিটেশন ও হাইজিন বিষয়ক কর্মশালা

  • ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ :
  • ২০২৫-০২-০৫ ১৯:১৭:১০

'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে স্যানিটেশন ও হাইজিন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জেলা  সিভিল সার্জনের আয়োজনে  কিশোরগঞ্জ সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে স্যানিটেশন ও হাইজিন বিষয়ক সচেতনতামূলক আলোচনা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, জেলা প্রশাসক ফৌজিয়া খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী।
এ ছাড়াও  উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন মো. দিদারুল ইসলাম, সদর উপজেলার প.প কর্মকর্তা নাজমুল ইসলাম, সরযূবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার খানম প্রমুখ। আলোকচিত্র প্রদর্শনী শেষে উপস্থিত ছাত্রীদের মধ্য  ১০ জন  কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 


এ জাতীয় আরো খবর