সোমবার, মার্চ ১৭, ২০২৫

সা বি না শি রা জ

  • অপেক্ষা
  • ২০২৫-০২-০৫ ০০:৩৪:০২

তুমি আছো এই হৃদয়ের আঙিনায়
নিবিড়তার ছোঁয়ায় স্নিগ্ধ মায়ায়
কেমন করে বলো পাবো তোমায় 
এই আমি শুধু তোমারই অপেক্ষায়।।

জানি বেলা শেষে পাখিরা নীড়ে ফিরে 
সন্ধ্যে হলে সূর্যটা ডুবে যায় আপন নিয়মে 
ক্লান্ত পথিক ঘরে ফিরে প্রিয়জনের কাছে 
তুমি কোথায় আছো জানিনা কোন অজানায়।।

ঝরাপাতার মতোন স্মৃতি গুলো ঝরে যায় 
দিন মাস বছর চলে যায় তোমার ভাবনায় 
নীলিমার নীলে ভাবনারা মিশে যায় একদিন 
তবুও স্মৃতিরা উঁকি দেয় হৃদয়ের আঙ্গিনায়।।

তোমায় খুঁজেছি কতোদিন কতো রাত 
কতো মায়াবী চাঁদের আলোয় হেঁটেছি পথ
তুমি আসোনি, যখন তুমি আসবে, দেখবে 
আমাদের ভালোবাসা হয়ে গেছে পদ্ম পাতার জল।।


এ জাতীয় আরো খবর