কতটা নিবোর্ধ ও বোকা রাজ্যে ছিলাম আমি
শুধু পাগলের মতো তোমাকে ভালবেসেছি
একবারও বুঝতে পারিনি তোমার ছলাকলা
মিথ্যে অভিনয়ের নাট্যমঞ্চে তোমার অভিনয়
তুমি কখনো শিরিন কখনো রজকিনী সেজে
প্রেমের মন্ত্র পড়ে ভুলানো বুলিতে আকৃষ্ট করেছ
আমি ফরহাদ কিংবা চণ্ডিদাসের মতো বিশ্বাস করে
তোমার চোখের সামনে স্বপ্নের চারা রোপণ করেছি
তুমি প্রচন্ড রোদের আদলে মাটির রস শোষণ করতে
আমি খড়ামাটির মতো দুঃখ পোষে রাখতাম
তোমার প্রতি কখনো কোনদিন সন্দেহ পোষণ করিনি
যার ফলশ্রুতিতে আমার চোখে বিনা মেঘের বৃষ্টি
ভারি কষ্টে যেমন আকাশ কেঁদে জমিন ভিজিয়ে দে
সূর্য কে লুকিয়ে রাখে সাদা মেঘের নির্জন অন্তরালে
ঠিক তুমিও বুঝবে সেদিন ভালবাসা টুকু হারালে।