বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫

তৌ ফি কা আ জা দ

  • সখের ষোলআনা
  • ২০২৫-০২-০১ ২৩:০১:৫৯

যেখানে যেমন মানায়; পায় সায়, 
কেউ কেউ ভুলে পা বাড়ায়, 
 গ্রামগুলো সব শহর এখন
ব্রম্মপুত্রও ধূধূচরা উত্তরে স্খলন! 
তৃষ্ণার্ত নদী খরায় লেহন
ঘরের মেঝেতে জলের উত্তরণ, 
বদলে গেছে যা আছে সব
বেহাতি পসরায় চলছে উৎসব! 
মানুষগুলো বাজার পণ্য এখন
উর্ধগতি নিলাম ডাকের মতন,  
বেঁচা কেনার দর হাকে
কেউবা উঠে হাজার লাকে। 
বাকিরা সব পিছু হটে 
আপন মনে ইচ্ছেতে অকপটে, 
বোধের বাজার শোধকোরে খায়
দরদামে সব ফেরত যায়! 
চারআনার মাল সখে ষোলআনা 
দশআনা তার নগদ বায়না, 
কি করে বা পারবে হাঁদারামে?
মূল্যটা যে তার গাধার দামে ! 
ভালো’র নামে বোকার কেতাব
চতুর শিয়ালে মহারাজা ভাব, 
কুমির কুমির খেলাতে বেশতো হাম্বরি
দিনের শেষে ধরাশায়ী চাতুরী । 

 


এ জাতীয় আরো খবর