বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

কালো কয়েদি ভ্যানে করে যাচ্ছেন আপামর জনতার হার্টথ্রব ক্ষুধার্ত মহানায়ক উত্তম কুমার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০১-২১ ১৬:৩৮:০৩

সাহিত্যিক আশুতোষ মুখার্জির লেখা অনেকগুলি উপন্যাস থেকে তৈরি ছবিতেই মহানায়ক অভিনয় করেছেন। আশুতোষ মুখার্জী মহানায়ককে ছোট ভাইয়ের মতো দেখতেন। ওনার কন্যা সর্বানি মুখার্জী মহানায়ককে উত্তমকাকু বলে ডাকতেন। 
সর্বানি মুখার্জী  জানালেন—
দুটি পরিবার— আমাদের আর ময়রা স্ট্রিটের  উত্তমকাকু- বেনু আন্টি অর্থাৎ সুপ্রিয়া দেবীর সংসার কবে যে অবিচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে গিয়েছিল তা আমার নিজেরও মনে নেই। 
এই পরিপ্রেক্ষিতে কোন ঘটনা ছেড়ে কোন ঘটনার কথা বলি? 
 এক কোজাগরী লক্ষ্মী পূজোর সন্ধ্যেয় মফস্বলের ধনী ঘরের এক সুন্দরী মহিলা গা ভর্তি গয়না পরে, সেজেগুজে চাদরের আড়ালে লুকিয়ে ময়রা স্ট্রিটের আমন্ত্রিতদের ভিড়ে মিশে ঢুকে পড়েছিলেন, লক্ষ্মী পূর্ণিমার পূণ্য তিথিতে উত্তমকুমারের কাছে তাঁর মতো একটি পুত্র সন্তান লাভের প্রার্থনায়।
অনেক রাতে আমরা সেখানে গিয়ে হাজির হয়ে দরজায় কড়া নাড়লে,  দরজা খুলে আতঙ্কে বিস্তারিত চোখে বাবাকে উত্তমকাকু প্রশ্ন করে, গেছে? সে গেছে?
বাবা জিজ্ঞেস করে কে গেছে? কার কথা বলছ?
আরো ভয়ার্ত চোখে উত্তমকাকু উত্তর দেয়, ওই যে আমার কাছে ছেলে চাইতে আসা সুন্দরী পাগলী?
সে কথা শুনে আমরা তো হতবাক। 
তখন বেনু আন্টির মুখে পুরো ঘটনা সবিস্তারে শুনে আমরা বাপ- মেয়ে তখন হাসবো না কাঁদবো বুঝতে পারিনি। 
এখনো চোখের সামনে জ্বল জ্বল করে বিচিত্র ভক্তের বিচিত্রতম বরদান প্রার্থনায় তাঁর ইষ্ট উত্তমকুমারের মর্মান্তিক অবস্থা।

Uttam-Supriya treated guests to exclusive Bengali dishes like Sagar Doi
আরো একটি অবিস্মরণীয় ঘটনা আমার বিয়ের রাতে ঘটেছিল। 
উত্তমকাকু বাবাকে বলেছিলেন, দাদা আমরা কিন্তু বুলবুলের বিয়েতে বেশি রাতে এসে লাস্ট ব্যাচে একসঙ্গে বসে মেয়ে জামাইকে নিয়ে খাব।
কোনো বিয়ে বাড়িতে আমাদের পাত পেড়ে বসে খাওয়া হয় না।
শুটিং সেরে আমি আর বেনু রাত করেই আসবো। তোমরা কিন্তু আমাদের জন্য অপেক্ষা কোর।
আমি তো আহ্লাদে প্রায় আটখানা। রাত প্রায় বারোটা নাগাদ ওঁরা এলেন।
বসুশ্রী সিনেমা হলের পেছনের মস্ত জায়গা ঘিরে আমার বিয়ের আসর।
তখন নাইট শো ভেঙে গেছে। হল খালি।
কিন্তু কেমন করে যেন মুহূর্তে সেই বার্তা রটে গেল ক্রমে উত্তম সুপ্রিয়া এসেছেন বিবাহ আমন্ত্রণে। ব্যাস আর যায় কোথায়। 
পিল পিল করে ঘর মুখো রওনা হওয়া নাইট শোয়ের জনতা উন্মত্তের মতো ছুটে এলো।
ধাক্কাধাক্কি ধস্তাধস্তিতে মড়মড় করে ভেঙে পড়লো প্যান্ডেল।। এক ভয়ঙ্কর বিশৃংখল বেসামাল অবস্থা। 
উত্তম কাকু আর বেনু আন্টি আমাদের কাছে এসে মেয়ে জামাইকে আশীর্বাদ করতে পারছেন না। আশীর্বাদী উপহার মায়ের হাতে ধরিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছেন একি হয় নাকি?
কনের সাজে ওই অবস্থাতেই আমি 
উত্তমকাকু, উত্তমকাকু, বেনুআন্টি, বেনু আন্টি করে ডাকতে ডাকতে ছুটলাম।
এদিকে টানের চটে গাঁট ছড়ায় বাঁধা সদ্য নতুন বর বাধ্য হয়ে উঠে পড়ে চিৎকার করে—আমাকে টেনে নিয়ে যাচ্ছ কেন? 
একদম আমাকে নিয়ে টানাটানি করবেনা? 
মনে আছে উত্তম মোহে দিক্বিদিক জ্ঞান শূন্য হয়ে ঘুরে দাঁড়িয়ে বিয়ের রাতে মুহূর্তে খুলে ফেলেছিলাম গাঁট ছড়া।
বড়রা , এ কি করলি? এটা কি করলি? করে চেঁচিয়ে উঠেছিল।
কিন্তু আমার তখন কোন দিকে ভ্রুক্ষেপ  নেই। আমাকে যে করে হোক তার কাছে যেতেই হবে, হ্যামলিনের বাঁশিওয়ালার মতো যিনি তার অপ্রতিরোধ্য সম্মোহনের আকর্ষণে সকলকে টানেন।

Supriya Devi: বাংলার প্রথম ধারাবাহিক জননীতে মনকাড়া অভিনয় করেছিলেন  উত্তমকুমারের বৌ সুপ্রিয়া দেবী!আজও তাকে ভোলেনি কেউ, ফিরে দেখা যাক পুরনো দিন
এই ঘটনা শেষ হয়েছিল এক ট্রাজিক কৌতুকে।
দিশাহারা উত্তমকাকু যখন বেনু আন্টিকে নিয়ে এক কোনায় লুকিয়ে বাবাকে বলছেন দাদা তুমি শিগগির এখান থেকে আমাদের বের করার ব্যবস্থা কর।
নয়তো যেটুকু বাকি আছে সেটুকুও যাবে। আমার গাড়িতে আমি যেতে পারব না। প্যান্ডেলের মুখের দরজার সামনে আমার গাড়ি ঘিরে সকলে আমায় ধরবে বলে দাঁড়িয়ে আছে।
বাবা তখন ভবানীপুর থানার ওসিকে ফোন করে পরিস্থিতির বর্ণনা দিতে আনা হলো মস্ত কালো প্রিজন ভ্যান। 
পেছনের দরজা দিয়ে লুকিয়ে তাদের তুলে দিল। 
ভাইঝির বিয়েতে একসঙ্গে পাত পেরে বসে নেমন্তন্ন খেতে এসে না খেয়ে ফিরে যাওয়া সেই করুন উত্তম মুখ জীবনে ভুলবো না।
কালো কয়েদি ভ্যানে করে যাচ্ছেন আপামর জনতার হার্টথ্রব ক্ষুধার্ত মহানায়ক উত্তমকুমার এবং কৃষ্ণাসুন্দরী নায়িকা সুপ্রিয়া দেবী।
 কয়েদি ভ্যানের জানালায় গরাদ ধরে
তারা চেঁচিয়ে বাবাকে বলছেন, দাদা আমাদের কিছু খাওয়া হয়নি। বাড়িতেও কিছু নেই। এখানে এসে খাবো বলে... আর কিছু কথা শোনা গেল না। 
উত্তম সুপ্রিয়া কে নিয়ে দ্রুত গতিতে তখন ছুটছে পুলিশের বিশ্রি কালো প্রিজন ভ্যান।
বাবা মস্ত দুটো টিফিন ক্যারিয়ার ভর্তি সমস্ত খাবার ড্রাইভার এর হাতে পাঠিয়ে দিয়েছিল।
তথ্যসূত্রঃ সুখী গৃহকোণ।


এ জাতীয় আরো খবর