বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫

রীতা রায়

  • অপেক্ষা
  • ২০২৫-০১-২১ ১৪:৪২:৪৫

নীল আকাশে স্বপ্ন বলাকা উড়ে চলে
ধীরে অতি ধীরে,যেন জীবনপথের
সব তাড়া গেছে ফুরিয়ে।
শত বছর ধরে এই আকাশের বুক চিরে
বেড়িয়েছে দুরন্তর।
আজ সেই স্মৃতির পাতায় রোমন্থন -
তাই গতিবেগ অতি ধীর।
মনে পরে,মায়ের পিঠে - ডানায় ভর দিয়ে-
তার প্রথম আকাশ ভ্রমণ।
তারপর দীর্ঘকাল একা একা ঘুরে বেড়ানো।
হঠাৎ একদিন নীলিমার সাথে পথে টক্করাটক্করি হলো।
এরপর মন বিনিময়, সংসার,দুটো ছানা।
আজ তাদেরও ছানা,নীলিমা নেই।
অদ্ভুতুড়ে রোগে সে মরে গেল।
তারও অনেক বছর আগে মরেছে মা।

না আজ তার ক্ষুঁদকুড়ো নিয়ে ফেরার -
কোন তাড়া নেই। 
কেউ নেই তার পথ চেয়ে বসে,আজ আর কেউ
ডানা মেলে,ঠোট মেলে কেউ আসবেনা কাছে।
আজ শুধুই দীর্ঘশ্বাস, আর জীবনাবসানের অপেক্ষা।
হা অপেক্ষা, বড়ই বেদনাময়।
বুঝে শুধুই অপেক্ষক।।


এ জাতীয় আরো খবর