কী বলবো বলো, নদীতীরে এসে
নীলিমায় ডানামেলা একজোড়া চিল
জলে ফেলে ছায়া
ছায়ার মায়ায় নাচে ঝাঁকেঝাঁকে মীন
রূপালী আভাস পেয়ে জেলে ডিঙ্গি
ভেসে ভেসে সেই দিকে যায়!
বুকে হাঁটা কাদামাখা মেছো উদ্গুলো
জেলেদের নাও দেখে গর্তে লুকায়
বেপারীরা চেয়ে থাকে মেছোদের দিকে
মরা মাছ কড়া করে ভেজে খেতে হয়
কী বলবো বলো,
আমার বসতবাটি বেপারী পাড়ায়।