মহেশখালী কক্সবাজার ২০ জানুয়ারী ২০২৫
মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে
সাজাপ্রাপ্ত আসামীসহ ৬ টি ওয়ারেন্ট মূলে ৪ জন পলাতক আসামী'কে গ্রেপ্তার করা হয়েছে।
মহেশখালী থানা সূত্রে জানা যায় -অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কায়ছার হামিদের দিক নির্দেশনায়,পুলিশ পরিদর্শক(তদন্ত) তাজ উদ্দিন এর নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী-পিপিএম,এসআই সুমিত বড়ুয়া,এসআই মোশারফ হোসেন,এএসআই এমদাদ,এএসআই এজাহার,এএসআই লিংকন,সঙ্গীয় ফোর্সসহ ১৯ জানুয়ারী গভীর রাতে মহেশখালী থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এই সময়-সিআর-৯৫৮/২০ মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী বড় মহেশখালী ইউনিয়নের শীলপাড়া এলাকার মৃত যোগেন্দ্র নাথ এর পুত্র অরুন শীল প্রকাশ মনিয়া (৫৩),
জিআর-১২/১২,জিআর-০১/০৮,জিআর-০৯/১৪- ৩টি মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার আব্দুল হামিদ এর পুত্র -মোঃ শাহজাহান (৩৫),
জিআর-৩৩৩/১৩ মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী কালারমারছড়া ইউনিয়নের নোনা ছড়ি এলাকার জাবের আহম্মেদ এর পুত্র আবদুল
মোনাফ(৪৫),জিআর-২৫/০৬ মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী-দক্ষিণ ঝাপুয়া এলাকার মোহাম্মদ হোসন এর পুত্র ফরিদুল আলম(৩৫),দের কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন-
ক্রাইমজোন মহেশখালীর অপরাধ দমাতে থানা পুলিশ জিরো টলারেন্স গ্রহণ করেছে।
কক্সবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশে থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।