শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫

কোনভাবেই বিতর্ক পিছু ছাড়ছে না ভারতীয় অভিনেত্রী উর্বশী রাউতেলার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০১-১৯ ২২:১০:১২

কোনভাবেই বিতর্ক পিছু ছাড়ছে না ভারতীয় অভিনেত্রী উর্বশী রাউতেলার। কেবলই সাইফ আলি খানকে হামলার ঘটনায় উল্টাপাল্টা মন্তব্য করে কটাক্ষের শিকার তিনি। সেই বিতর্কের রেশ না কাটতেই আবারও বিতর্কে এই অভিনেত্রী। এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও নিয়ে বিতর্কে জড়ালেন তিনি। কারণ, ভাইরাল সেই ভিডিওতে উর্বশীকে পোশাক বদলাতে দেখা যায়।
এদিকে নেটিজেনরা সেই আপত্তিকর দৃশ্যের ভিডিওটি দেখে রীতিমতো ফ্যাবাচ্যাকা খেয়ে গেছে। এমন ব্যক্তিগত মুহূর্তের ছবি কীভাবে প্রকাশ্যে এল, তা নিয়ে বেশ চিন্তায় তারা। অবশেষে সেই ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন উর্বশী রাউতেলা। কীভাবে সেই ভিডিও হল, কেন ছড়িয়ে পড়ল, সব জানিয়েছেন তিনি।
বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে উর্বশী বলেন, ‘নির্মাতারা আমার কাছে এসে কান্নাকাটি করে বলেছিলেন আমাদের ছবি নিয়ে কোনো হাইপ নেই, আলোচনা নেই। এই ছবির জন্য তাদের জমি বিক্রি করতে হয়েছে। তারা এও বলেছিল, এই ছবি নিয়ে শোরগোল তৈরি করতে না পারলে তারা দেনার দায়ে রাস্তায় এসে দাঁড়াবে।’

Viral Bathroom Video Of Urvashi Rautela Sparks Controversy
এসময় উর্বশী আরও বলেন, ‘তিনি এসে আমার বিজনেস ম্যানেজারের সঙ্গে আলোচনা করেন এবং আমাদের অনুমতি নেন। এটা সিনেমার দৃশ্য এমনই ছিল, আমরা আলাদা কিছু শুট করিনি। এটা সিনেমার একটি দৃশ্যই ছিল, তাই তিনি বলেছিলেন যদি আমরা এটি আরও আগে মুক্তি দিতে পারি কিনা।’
উর্বশী জানান, প্রযোজকদের কথা ভেবে ছবির প্রচারের জন্য এমনটা করেন উর্বশী। এটি মূলত ‘ঘুষপেটিয়া’ নামক তার নতুন সিনেমার একটি দৃশ্য।সূত্র-ইনকিলাব।

 


এ জাতীয় আরো খবর