মন চাইছে হারিয়ে যেতে
দূর পাহাড়ের চূড়ায়
যেখানে ঝর্ণা নৃত্য ছন্দে
বইছে মেতে।
দু ধারে তার কত কোলাহল
কত ঢালু পথ,
কত উচু পথ,
পাথরের গায়ে আছরে পড়ে
হারায়না তার গতি।
আমিও বইব ঝর্ণার মত
ঝড় বাদলের রাতে,
পথ হারাব হারাব ঠিকানা,
নাইবা থাকল জীবন নিশানা,
তবুতো থাকবে গতি।
চলার এ পথ চলব আমি
নাইবা থাকল পথের সাথী,
অচেনা ঠিকানা অজানার খোঁজে।
হারাব আমি,
চলব আমি
বাইব আমার একলা রাতের
একটি নীরব তারার সাথে
একটি ছোট্ট তরী।।