কি আছে এখানে, যা তোমাকে দিতে পারি!
ঘুম থেকে তুলে তোমাকে কি দিতে পারি?
বরং ঘুমিয়ে থাকো তুমি, আমি দুই গালে চুমু দিতে থাকি।
তোমার ভরাট মুখে একটা ঐশ্বর্য দাগ দিতে থাকি।
তুমি অনুভব করো, এ পৃথিবী তোমার , আমিও,
আমিও তোমার, ঘুমিয়ে যা দেখো সেই বিপুল মগ্নতা!
কিছু ভুল বলেছি কি? ভালবাসলে কাঙালও রাজা হয়।
আমি রাজাকে দেখেছি মনের ভিখারী হতে ।
গলাতে মুক্তোর হার ছিল, ভেবেছিল, হার দিয়ে কিনে নেবে প্রেম। দুর্ভিক্ষ, মজে-নি সেই প্রেম।
অন্তিম শয্যায় নিয়েছে আশ্রয়। হায়!রাজা!
কি ভুল! কি ভুল!
ওই পথ ত্যাগ করে এসেছি তোমার কাছে।
দিতে আর নিতে। তুমি লুটে নিও, যা কিছু আমার।
মোটেও আপত্তি নেই তাতে।
তোমার পরম তৃষ্ণা ধরে রাখি আমার একান্ত করপুটে
তুমিও, তুমিও তোমার দেহের মোহন মঞ্জুরি দিও
আমাকে, সে যেন থাকে অগ্নিশিখার মত।