বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫

শা হ না জ পা র ভী ন

  • বয়স ফুরোয় না
  • ২০২৫-০১-১৭ ১০:৪৪:৪৬

ব্যাস্ত সময়ের সিড়ি ভেঙে 
বয়স মধ্যসীমা ছুঁই ছুঁই 
মনে হয় এ বেলায় অপেক্ষার শুরু 
কার জন্য অপেক্ষা, কিসের অপেক্ষা তাও অজানা।

কারো জন্য প্রতীক্ষার পসরা সাজাবার আগেই
মহল্লায় মহল্লায় জ্বেলে উঠে সন্ধ্যা প্রদীপ 
তখনো কৃষ্ণচুড়া ফুটেনি,অনুভূতিতে রঙ লাগেনি
অপেক্ষার আগেই শুরু হয় বেঁচে থাকার প্রার্থনা।
অথছ বুকের ভেতর নরম মাটির 
একটা মন ছিল প্রতীক্ষারত।

খুব কাছের যারা,তারাও জায়গা বদল করেছে 
একান্ত নিজস্ব প্রয়োজনে, 
জীবনে অল্পকিছু মানুষ থাকুক
যাদের কাছে বরুনা,বেলা বোসরা হার মানে
অমীমাংসিত সময়ের দৌড়পাল্লায়
মন খুঁজে মুক্ত আকাশ,কীর্তনখোলা,গোপন রাগ
আর নির্ভরশীল একটা বন্ধু 
তার জন্য অপেক্ষা আমার।

একটা কুসুম ভোর,বাইরে মিহিদানা বৃষ্টি 
কেউ একজন বেলীমালা হাতে বলছে
ভালোবাসায় হারজিত নয়, সরি যথেষ্ট 
তারজন্য আজন্ম প্রতীক্ষা আমার।
জীবন ফুরায়, বয়সটা ঠিক ফুরোয় না
প্রথম ভালো লাগায়, ভালোবাসায় আটকে যায়।


এ জাতীয় আরো খবর