স্বপ্ন-সাগরে ভেসে যাওয়া তরী
কী আকুল প্রত্যয়ে ধাবমান, আমি জানি।
আমি জানি, সে স্বপ্নের তাবির।
তোমার দোলাচল আচরণ
ঢেউ ভাঙে, ঢেউ গড়ে,
আমার সস্পৃহ হৃদয়ের অস্থিরতা বাড়ে।
স্বপ্নে সবকিছুই সহজ- স্বর্গের মতো
কিন্তু, তুমি আমার চাওয়ার মতো
সহজ হয়ে ওঠো না,
ফুল হয়ে ফোটো না,
পাখি হয়ে ওড়ো না আকাশে।
স্বপ্নতরী বেমালুম শূন্যতায় ভাসে,
আমার সাধ্য হয় না তোমার পরশে
তারাদের ফুল ফোটাতে,
জোছনা মায়ায় লুটাতে,
গানের পসরা সাজায়ে মৃদঙ্গ বাজায়ে,
লুটোপুটি খেয়ে উড়ে বেড়াতে মৌসুমি হাওয়ায়।