রাত হলে তোমাকে খুঁজি না, একদিন খুঁজতাম
একদিন ঘরে ফিরতাম ঠিক চাতক নিয়মে।
একদিন হাতে করে কিছু নিয়ে ঘরে আসতাম
ভাবতাম, ব্যথা নিরাময় কিসে খুশি রাখা যায়,
একদিন কত হাসতাম, হাসি আর ফুরায় না!
এখন গায়ের কাপড় মলিন, ছিল ধবধবে।
যত কথা বলেছি তখন, এখন নিঃসঙ্গ চুপ ।
মনের ভিতরে ছায়া, আগে ছিল রাঙা বটফল ।
ভাঙা নির্মাণ উপুড় হয়ে আছে, কিভাবে জানিনা।
মাকড়সা জালে বুঝি আটকেছে অন্তিম জোনাকি।
চোখ ভিজে,চিকচিকে সেই জলে কবিতা নিরব।
যে পাতা শুকিয়ে গেছে, উড়েছে বাতাসে তার দিশা
কি?