বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০১-০৯ ১৭:৩০:০৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে  এক কেজি পাঁচশত গ্রাম হেরোইন বিক্রির জন্য নিজ হেফাজতে রাখার অভিযোগে মমাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় লিয়াকত আলী(৪০) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ড,পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাস কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৯জানুয়ারী) বিকাল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো.মিজানুর রহমান একমাত্র আসামীর ্উপস্থিতিতে দন্ডাদেশ ঘোষণা করেন। দন্ডিত লিয়াকত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চন্ডীপুর ঘোনপাড়া গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) আব্দুল ওয়াদুদ বলেন, ২০২০ সালের ৫ নভেম্বর বিকালে নয়ালাভাঙ্গা ইউনিয়নের বইলতলা বাজার এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের উপর চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে দেড় কেজি হেরোইনসহ হাতেনাতে আটক হন লিয়াকত। এ ঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় লিয়াকতকে একমাত্র আসামী করে মামলা করেন র‌্যাবের তৎকালীন নায়েব সুবেদার আবু তালেব। মামলার তদন্ত কর্মকর্তা(আইও) এবং শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) আতাউর রহমান ২০২০ সালের ৩০ নভেম্বর লিয়াকতকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৬ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানীর পর আদালত বৃহস্পতিবার লিয়াকতকে দোষী সাব্যস্ত করে রায় প্রদান করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড.নূরে আলম সিদ্দিকী আসাদ।


এ জাতীয় আরো খবর