আজ রোববার (৫ জানু) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতি বদ্ধ। গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই।
নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন সিইসি।
সকালে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় সিইসি বলেন, কাজ করতে গিয়ে ইচ্ছেকৃত ভুল কমিশন করবে না।
জনগণ এতোদিন ভোটাধিকার বঞ্চিত ছিল উল্লেখ করে তিনি বলেন, সে বঞ্চনা দূর করতে হবে। বিগত সরকারের আমলে নির্বাচন কলুষিত হয়েছে, সেটাকে পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব কিছুই করবে কমিশন। ভোটার তালিকা হালনাগাদে কোন অনিয়ম মেনে নেয়া হবেনা বলেও হুশিয়ারি দেন সিইসি।