বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫

খুলনায় নারী উদ্যোক্তা তৈরির কারিগর লিন্ডা ফাতেমা

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-১২-২৪ ০৯:২৩:১৮

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার নারী উদ্যোক্তা গড়ার অন্যতম কারিগর লিন্ডা ফাতেমা তুজ জোহরা। তিনি লিন্ডা ফাতেমা বা লিন্ডা নামে অধিক পরিচিত। ২০১৯ সালে তিনি খুলনা অনলাইন সেলারস গ্রপ  নামে ফেসবুক গ্রুপের মাধ্যমে খুলনার নারী উদ্যোক্তাদের একত্রিত করেন।তিনি বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে খুলনায় উদ্যোক্তাদের নিয়ে মেলার আয়োজন করেন।ঈদের সময় ''ঈদ মেলা", ,বিজয় আনন্দকে রঙিন করে তুলতে '' বিজয় মেলা'' এবং বসন্ত উৎসবকে ঘিরে ''ফাল্গুন মেলা'',স্বাধীনতা উৎসব,উইন্টার ফেস্ট মেলা করেন।নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে তিনি নিজ গতিতে এগিয়ে চলেছেন। উদ্যোক্তা জীবনে তিনি বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছেন।গতবছর প্রতিপক্ষের ষড়যন্ত্রে তিনি গ্রেফতার হন এবং বিনা দোষে জেল খেটেছেন।তিনি খুলনা মহানগর যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বিপ্লবের সহধর্মিণী। অপ্সরী হাসান নামে তার একটি কন্যা সন্তান রয়েছে।খুলনার শহরের প্রাণকেন্দ্র রয়েল মোড়ে তার নিজের প্রতিষ্ঠিত '' ফ্যাশন জোন বাই লিন্ডা '' নামে শো-রুমে রয়েছে।ব্যক্তিগত জীবনে তিনি স্পষ্টবাদী,সততার সাথে কাজ করে যাচ্ছেন। সততার সাথে কাজ করে যাওয়ার কারনে নানা প্রতিকূলতায় তিনি শক্ত অবস্থানে রয়েছেন।২০২৩ সালে নানান ষড়যন্ত্রে তার ফাল্গুন মেলা বন্ধ হয়ে যায়।শুধু নারী উদ্যোক্তাদের কল্যানে নয় তিনি করোনাকালীন মানুষের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছেন এবং বিভিন্ন সময়ে মানুষের আপদে বিপদে তাদের পাশে এগিয়ে গেছেন।ঈদের সময় পথশিশুদের মাঝে উপহার সামগ্রী,দেশের বিভিন্ন দূর্যোগকালীন সময়ে মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন।লিন্ডা ফাতেমা বলেন- মানুষ মানুষের জন্য।আমি আজীবন মানুষের কল্যানে নিজেকে উৎসর্গিত করতে চাই। অসহায় নারীদের স্বাবলম্বী করে তুলতে কাজ করছি।এভাবে খুলনার নারী উদ্যোক্তাদের কল্যানে কাজ করে যাচ্ছেন লিন্ডা ফাতেমা তুজ জোহরা।

 


এ জাতীয় আরো খবর