বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫

ডুমুরিয়ায় নিসচার শহীদ বেদীতে বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি

  • খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া
  • ২০২৪-১২-১৬ ২১:৪১:১২

ডুমুরিয়ায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা স্বাধীনতা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। ১৬ই ডিসেম্বর বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে অহংকার ও বীরত্বের গৌরবময় দিন।পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের আত্নপ্রকাশের দিন।রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় মহান বিজয় দিবস। 
নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুলের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিসচা উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলম,খান আনিসুজ্জামান,সহ-সভাপতি শাহজাহান জমাদ্দার,গাজী আব্দুল আজিজ,যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো,সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, প্রচার সম্পাদক খান  আরিফুজ্জামান নয়ন, দুর্ঘটনা সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল,যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, কার্যকরী সদস্য সমারেশ মাস্টার,আব্দুর রহমান বেপারী, এম.এ জলিল, সাংবাদিক আশরাফুল আলম, বেলায়েত হোসেন, ফরিদ আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 


এ জাতীয় আরো খবর