১৬ ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই ধামসোনা ইউনিয়ন শাখার উদ্যোগে আজ ১৬ ই ডিসেম্বর রোজ সোমবার জাতীয় সৃতিসৌধ সংলগ্ন নবীনগর-চন্দ্রা মহাসড়ক এবং ঢাকা- আরিচা মহাসড়কে জনসাধারণের চলাচল নির্বিঘ্নি করতে এবং সড়কের বিশৃঙ্খলা রোধ কল্পে ট্রাফিক কর্মসূচি পালন করেছে৷
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ধামসোনা ইউনিয়ন শাখার প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক আল ফাহাদ পরশ এবং নিরাপদ সড়ক চাই ধামসোনা ইউনিয়ন শাখার সম্মানিত উপদেষ্টা সাভার গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জনাব মিজানুর রহমান, কার্যকরি সদস্য নয়ন ইসলাম, আশরাফুল ইসলাম, তাহসান হাবিব, জাহিদ হোসেন, মাহতাব হোসেন কাব্য এবং আবরার ফাহিম। এছাড়া আরো উপস্থিত ছিলেন রোভার স্কাউট এবং বিডি ক্লিনের অনেক স্বেচ্ছাসেবী এবং আনসার এবং পুলিশের অনেক সদস্যগণ।
উক্ত কর্মসূচিতে নিরাপদ সড়ক চাই ধামসোনা ইউনিয়ন শাখার মাননীয় প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক জনাব আল ফাহাদ পরশ বলেন, আজ বিজয় দিবস। এই দিনে আমাদের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে স্থান অধিকার করেছে। এই সাধীন দেশের মানুষের মৌলিক অধিকার এখন নিরাপদ সড়ক। সড়কে আর একটি অকাল মৃত্যুও যেন না হয় সেই লক্ষেই আমরা নিরাপদ সড়ক চাই দীর্ঘ ৩১টি বছর ধরে চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক এবং নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চন স্যারের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি
। তারই ধারাবাহিকতায় আমরা আজ নিরাপদ সড়ক চাই ধামসোনা ইউনিয়ন শাখা ট্রাফিক কর্মসূচি পালন করছে যেন জনসাধারণের চলাচল নির্বিঘ্ন হয় এবং সড়কের বিশৃঙ্খলা যেন না হয়। এই বিজয় দিবসে আমাদের একটিই চাওয়া দেশের সকল স্তরের মানুষ যেন নিজ নিজ অবস্থান থেকে সড়কের চলাচল এর নিয়মকানুন সম্পর্কে সচেতন হয় এবং ট্রাফিক আইন মেনে চলে।