মশাদের কথা বলে শেষ করা যে যাবে না
তাজারক্ত পেলে ওরা অন্যকিছু খাবে না।
অস্বস্তিতে দিশেহারা
উপায়হীন পায়তারা
আতঙ্কতে আছে যেন দিনে রাতে সকলে
কামড়ের অত্যাচারে কাটে নিত্য ধকলে।
ডেঙ্গু ফাইলেরিয়া ম্যালেরিয়া ও পিতজ্বর
এই সকল রোগ হলে মৃত্যুর যে আছে ডর।
ডেঙ্গু রোগে সয়লাব
ভয়ানক এক প্রাদুর্ভাব
কোন ফাঁকে উড়ে এসে হুল দেয় ঢুকিয়ে
চুপ করে গায়ে বসে রক্ত যে খায় চুটিয়ে।
এনোফিলিস, কিউলেকস, এডিস প্রজাতি
রোগশোক সংক্রমনে ছড়ায় ওরা দ্রুতগতি।
রাখতেই হবে পরিষ্কার
জানতে হবে প্রতিকার
ড্রেন ছাদ আশেপাশে পানি যেন জমে না
জমে থাকা স্বচ্ছজলে ডিমপাড়া দমে না।
কী যে ভীষণ ভয়ানক অবস্থা এক চলছে
মশা ধরতে ব্যর্থ হয়ে নিজের কান মলছে।
রাষ্ট্র কী আর আছে চুপ?
ঔষধ ছিটাও, জ্বালাও ধূপ
তবু যেন হাসপাতালে বাড়ছে রোগী কমে না
মশাদের অত্যাচারে মনটা যে আর টলে না।