চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের ২২ বছর পূর্তি উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ডিসেম্বর ) সদর উপজেলার একটি রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়। ঐক্য পরিষদ সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা সাবেক জামায়াত এমপি লতিফুর রহমান, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দোর আলী, জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের উপদেষ্টা ডা.ইসমাইল হোসেন,জেলা জাসদ-ইনু সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, রুহুল আমীন, গোলাম আযম,ইউসুফ আলী ও সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেল।
স্বাগত বক্তব্য দেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শওকত আলী। আলোচনা ও সভা শেষে পুনরায় রফিকুল ইসলাম সভাপতি ও শওকত আলীকে সাধারণ সম্পাদক করে জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।