শনিবার, জানুয়ারী ১৮, ২০২৫

কোম্পানীগঞ্জে কৃষকদের মাঝে নগদ অর্থ ও বীজ বিতরণ অনুষ্ঠিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-১২-০৬ ২১:২৭:০২

 কোম্পানীগঞ্জ প্রতিনিধি
২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২মৌসুমে অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কৃষি পূনর্বাসন কর্মসূচীর আওতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে,উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বসতবাড়িতে আবাদের জন্য বিনামূল্যে বিভিন্ন হাইব্রিড জাতের শীতকালিন শাক-সবজি বীজ,রাসায়নিক সার বিতরণ ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় প্রাঙ্গণে শাক-সবজি বীজ,রাসায়নিক সার বিতরণ ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচীর উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুল আলম ভূঁইয়া, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকরাম উদ্দিন,উপ-সহকারী কৃষি অফিসার মো: বোরহান উদ্দিন প্রমূখ
এসময ক্ষতিগ্রস্থ প্রতি কৃষকদের মাঝে  ১হাজার টাকা মরিচ বীজ,টমেটো বীজ, লাউ বীজ, ব্রকলি বীজ, বেগুন বীজ, মিষ্টি কুমড়া বীজ,ফুল কপি বীর, বাঁধা কপি বীজ, এমওপি সার ১০ কেজি,ডিএপি সার ১০ কেজি বিতরণ করা হয়।

 


এ জাতীয় আরো খবর